মাসলাইস কটন সুতার ব্যবহারে টাঙ্গাইল জেলার তাঁতিরা এই মাসলাইস শাড়ি তৈরী করে থাকেন। মাসলাইস সুতা হল, ক্যামিকেল প্রসেসড কটন সুতা যা মার্সেরাইজেশন পদ্ধতিতে তৈরী করা হয়ে থাকে। কটন সুতার মাঝে সবচেয়ে উচ্চমানের সুতা হল এই মাসলাইস কটন সুতা। এর প্রধান বিশেষত্ব, এটি অসম্ভব সফট এবং শাইনি। সিল্কের মতোই গ্লেসি মাসলাইস সুতায় তৈরী শাড়িগুলোকে তাই অনেকে সিল্ক শাড়ি বলেও ভুল করে থাকে।